ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


301) ভারতের প্রথম কার্বন মুক্ত জেলা নিম্নের কোনটি--
A) মাজুলী
B) বাস্তার
C) কচ্ছো
D) ওপরের কোনোটিই নয়

302) ভারতের সব থেকে বৃহত্তম জেলা কোনটি ?
A) কচ্ছ
B) বর্ধমান
C) মুম্বাই
D) ইন্দোর

303) ভারতের সর্ববৃহৎ জনবহুল শহর হল--
A) দিল্লি
B) মহারাষ্ট্র
C) কলকাতা
D) মুম্বাই

304) ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ?
A) গুজরাট
B) রাজস্থানে
C) গোয়া
D) তামিলনাড়ু

305) ভারতের সমুদ্রসীমা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত?
A) 10 নটিক্যাল মাইল
B) 12 নটিক্যাল মাইল
C) 14 নটিক্যাল মাইল
D) 16 নটিক্যাল মাইল

306) ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল—
A) পশ্চিমঘাট পর্বতমালা
B) নীলগিরি
C) পেঞ্চ
D) দাফাবুম

307) ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত--
A) ব্যাঙ্গালোর
B) চন্ডিগড়
C) আমেদাবাদ
D) লখনৌ

308) ভারতের কোথায় বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র রয়েছে ?
A) পুনে
B) দিল্লি
C) কোট্টায়াম
D) নেলোর

309) ভারতের বাণিজ্যিক রাজধানী হল নিম্নের কোনটি ?
A) দিল্লি
B) কলকাতা
C) মুম্বাই
D) চেন্নাই

310) দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরী হয়েছে তার নাম কি?
A) পৃথা
B) স্বপ্না
C) ভারতী
D) শিউলি

311) ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান
A) দ্বিতীয়
B) চতুর্থ
C) সপ্তম
D) ষষ্ঠ

312) কোনটি ভারতের জাতীয় পশু ?
A) রয়েলবঙ্গল টাইগার
B) সিংহ
C) গরু
D) প্যান্থার

313) First Indian product to get G.I Tag is / ভারতের প্রথম 'G.I Tag' প্রাপ্ত পদার্থ হল
A) Cardamom/ এলাচ
B) Darjeeling Tea/ দার্জিলিং চা
C) Basmati Rice/ বাসমতি চাল
D) Gobindo Bhog Rice/ গোবিন্দভোগ চাল

314) Which tribal language has been given official status in West Bengal and regarded endangered by UNESCO ? / কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ?
A) Santali language/ Santali ভাষা
B) Kurukh language/ Kurukh ভাষা
C) Kurmali language/ Kurmali ভাষা
D) Sadri language/ Sadri ভাষা

315) Somasila Dam is located in which Indian State ? / সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A) Madhya Pradesh/ মধ্যপ্রদেশ
B) Karnataka/ কর্ণাটক
C) Andhra Pradesh/ অন্ধপ্রদেশ
D) Maharashtra/ মহারাষ্ট্র

316) Bikaner Canal is taken off from the river / বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?
A) Banas/ বনস
B) Chambal/ চম্বল
C) Satluj/ শতদ্রু
D) Yamuna/ যমুনা

317) The scale used for measuring the intensity of the earthquake is / ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়
A) Metric scale/ মেট্রিক স্কেল
B) Quake scale/ কোয়াক স্কেল
C) Richter scale/ রিখটার স্কেল
D) Epicenter scale/ এপিসেন্টার স্কেল

318) Chumbi Valley is on boundary of / চুম্বি উপত্যাকা কোন সীমান্তে রয়েছে ?
A) Sikkim – Bhutan/ সিকিম - ভুটান
B) Nepal – Sikkim/ নেপাল - সিকিম
C) Bihar – Nepal/ বিহার - নেপাল
D) Assam – Bangladesh/ অসম - বাংলাদেশ

319) Which city is located along Mula-Mutha River from the following ? / নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত ?
A) Nagpur/ নাগপুর
B) Pune/ পুনে
C) Dehradun/ দেরাদুন
D) Bengaluru/ ব্যাঙ্গালুরু

320) Port Blair is located on which island ? / পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?
A) The Little Andaman/ ছোট আন্দামান-এ
B) The Great Nicobar/ বৃহৎ নিকোবর-এ
C) The South Andaman/ দক্ষিণ আন্দামান-এ
D) The North Andaman/ উত্তর আন্দামান-এ